দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে চিকিৎসকের অবহেলায় দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে| এ ঘটনায় প্রাইভেট হাসপাতালটি বন্ধ করে দেওয়া হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত হেলথকেয়ার মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। জানা গেছে, সিংগাইর উপজেলার বলধারা গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী দুই মাস আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কণ্যা সন্তানের জন্ম দেন। নবজাতকের জন্মগত ত্রুটির চিকিৎসা করাতে মানিকগঞ্জ মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাফিজুর রহমানের শরণাপন্ন হয় তার স্বজনেরা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত বুধবার সন্ধ্যায় শিশুটিকে হেলথকেয়ার মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। পরের দিন বৃহস্পতিবার ভোর ৬টায় ওই নবজাতকের মলদ্বারে অপারেশন করেন সার্জন মোস্তাফিজুর রহমান। কোন ধরনের পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট না করেই ওটি ছেড়ে চলে যান ডাক্তার মোস্তাফিজ। ওই দিন সন্ধায় শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে গণমাধ্যম কর্মী ও পুলিশ ঘটনাস্থলে যায়। ইতিমধ্যে কর্তৃপক্ষ হাসপাতালে তালা ঝুলিয়ে সটকে পরেন। শিশুটির স্বজনরা অভিযোগ করে বলেন, ভুল অপারেশন ও হাসপাতালের অব্যবস্থাপনার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। হাসপাতালের ব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনি হাসপাতালে খোজ নেন। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাফিজুর রহমানের কাছে শিশু মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে এই প্রতিবেদককে তার প্রাইভেট চেম্বারে দেখা করতে বলেন। এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মকছেদুল মোমিন বলেন, তাৎক্ষণিকভাবে হেলথ কেয়ার মেডিকেল সেন্টার এর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।