নিজস্ব প্রতিবেদক.
লাখ লাখ টাকা খরচ করে বড় আয়োজন না করে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সাথে ইফতার করুন, সামর্থ অনুযায়ী গরিব মানুষের পাশে দাঁড়ান বললেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। শুক্রবার দুপুরে ঢাকার দোহার উপজেলার নিকড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের যার যতটুকু সামর্থ আছে তাই নিয়ে এই রমজানে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ান। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজ খবর নিন।
এসময় আইনশৃঙ্খলা নিয়ে খন্দকার আবু আশফাক বলেন, দেশে কোনো নিবার্চিত সরকার নেই,তাই আইনশৃঙ্খলার অনেক অবনতি হয়েছে, তাই সরকারের কাছে আহ্বান দ্রুত নির্বাচন দিয়ে জণগনের ভোটের অধিকার ফিরিয়ে দিন।
ঢাকা জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় ১ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, বিএনপি নেতা নুরুল ইসলাম বেপারী, জাসাস এর কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন মোল্লা, সাবেক কমিশনার ফরহাদ বেপারী, যুবদল নেতা আব্দুল করিম বেপারী, লুৎফর রহমান শিকদার, মোশারফ হোসেন, জহিরুল ইসলাম, এ্যাডভোকেট আতিকুর রহমান সোহানসহ দোহার উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা।