দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে দোহার প্রেসক্লাব সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় বিভিন্œ রাজনৈতিক দলের ছত্রছায়ায় দোহারের পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে রাতভর বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। যার ফলে হুমকিতে পড়েছে হাজারো কোটি টাকা ব্যয়ে নির্মিত দোহার রক্ষা বাঁধ। এসময় পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সংবাদ সম্মেলনকারীরা।
এর আগে তারা দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), দোহার থানার ওসি, দোহার আর্মি ক্যাম্প ও কুতুবপুর নৌ পুলিশ বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আদনান মাসুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যন্যরা।