নিজস্ব প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে নবাবগঞ্জ শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে নিখোঁজ বিএনপি নেতার পরিবার অংশগ্রহণ করেন।
মানববন্ধনে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম বলেন, সবশেষ আমরা জানতে পেরেছি ওনি রাজশাহী গিয়েছিল, সেখানে আমাদের প্রতিনিধিরা বারবার গিয়েও তার সন্ধান পাইনি। এতদিনেও তার সন্ধান না পাওয়ায় দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করেছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে জোড় দাবি জানিয়ে তিনি বলেন, যেকোন কিছু বিনিময়ে তাকে উদ্ধার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষনা দেওয়া হবে।
নিখোঁজ নেতার ছোট ভাইয়ের স্ত্রী লুবনা আক্তার বলেন, আমরা খুব চিন্তায় রয়েছি। এতদিনেও আমার ভাসুরের কোন সন্ধান আমরা পেলাম না। আশা করি প্রশাসন দ্রুত আমাদের মাঝে তাকে ফিরিয়ে দিবে। এসময় তিনি বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম ও ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাকসহ সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান তাদের পাশে দাড়ানোর জন্য।
বিএনপি নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের সভাপতিকে ফেরত পেতে চাই। অত্যন্ত স্বচ্ছ একজন রাজনীতিবীদ এভাবে নিখোঁজ হয়ে যেতে পারে না। আশা করি তাকে উদ্ধারে প্রশাসন জোড়ালো ভূমিকা রাখবে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি দেন দলীয় নেতাকর্মীরা। ইউএনও’র পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান স্মারকলিপি গ্রহণ করেন।
জানা যায়, গত ৮ই জানুয়ারি রাজশাহী যাওয়ার উদ্দেশে বাসা বের হন বিএনপির এ নেতা। তার মোবাইল বন্ধ থাকায় ১০ জানুয়ারি তার ছেলে বাদি হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি। ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা আজাদুল ইসলাম হাই পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন দলটির মহাসচিব।