দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম ধুয়াইর এলাকায় বালু লুটের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতে ঢাকা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নেতা আলমাছ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে এঘটনা ঘটে।
ভূক্তভোগী আলমাছ উদ্দিন বলেন, পশ্চিম ধুয়াইর এলাকায় আমার ২৬ শতাংশ জমি স্থানীয় হুমায়ন ও শহিদের কাছে ভাড়া দেই। সেখানে বালু রেখে বিক্রি করতেন তারা। পরে গত কয়েকমাস আগে তিন লাখ টাকা দিয়ে ঐ বালু কিনে নেই। এখন আমার বালু একটি মহল লুট করার কারনে আমি বাধা দেই এবং দোহার থানায় অভিযোগ করি। এনিয়ে মাহমুদপুর ফাঁিড়র ইনচার্জ মো. জুবাইদুল ইসলাম ঘটনাস্থলে যায়। সেখানে বালু কেটে নিতে বাধা দিলে পুলিশের উপস্থিতিতে আমাকে মারধর করে স্থানীয় শাওন, আরাফাত, মনির মোল্লাসহ আরও বেশ কয়েকজন।
আলমাছ আরও বলেন, যারা মারধর করেছে তাদের কোন বৈধ কাগজ নেই। এরা গত ৫ আগষ্টের পর এই বালু লুট করে বিক্রি করছিলো। যার ভিডিও আমার হাতে আছে।
এবিষয়ে অভিযুক্ত আরাফাত বলেন, আমরা জমিতে থাকা সব বালু কিনে নিয়েছি হুমায়নের কাছ থেকে। এসময় মারধরের কথা অস্বিকার করে বলেন, আলমাছ উদ্দিনকে কেউ মারধর করেনি। এঘটনায় বাকি অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে মাহমুদপুর ফাঁিড়র ইনচার্জ মো. জুবাইদুল ইসলাম বলেন, বালু লুটের অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।