দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহারে বসত বাড়ির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দেওয়ান গ্রামের নজরুল মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নজরুল মুন্সী জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তার বসত ঘরের বাহিরে থেকে শেকল দিয়ে আটকিয়ে গোয়াল ঘর থেকে ২ টি গাভী ও ২ টি ষাড় গরু নিয়ে যায় চোরের দল। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। টের পেয়ে সে বের হতে চাইলেও ঘর বাহির থেকে শেকল দেওয়া থাকায় বের হতে পারেনি। পরে প্রতিবেশীদের সহায়তা বের হয়ে গোয়াল ঘর খোলা পেয়ে ভেতরে ঢুকে দেখে গরুগুলো নেই। এরপর নদীর পাড়ে গেলে সেখানে গরু ও মানুষদের পায়ের ছাপ দেখতে পায়। তাকে দেখে দূর থেকে একটি নৌকা ইঞ্জিন বন্ধ করে দেয়।
খামারী নজরুল মুন্সী বলেন, ভেবেছিলাম গরু বিক্রি করে সেই টাকা দিয়ে অসুস্থ ছেলের চিকিৎসা করাবো। তা আর হলো না বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, গরু চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।